আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দিবো’

 আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দিবো’

মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসানোর অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম।


সোমবার (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে সাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধমকি দেহুমকির রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডে লাবিবাকে বলতে শুনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দিবো, আসো। তোদের মত পতিতা না যে মেয়ে নিয়ে রুমে রুমে যাব। তোদের সবাইকে দেখে নিবো, সব বের করবো।


তার সঙ্গে থাকা রাবিনা ঐশি বলেন, ‘গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।’ তাদের এমন উদ্ধত আচরণে হলের শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।ন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ধোবাউড়ার, মুন্সিরহাট বাজারে পেট্রোলের দোকানে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছেন। আল্লাহ্ পাক হেফাজত করুন।

জানা গেছে, রাতে জিজ্ঞাসাবাদের পর সোমবার (৫ মে) সকালে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া রাতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও...