ক্ষমতায় যতদিন থাকবো, সম্পত্তি বাড়বে না বরং কমবে: ধর্ম উপদেষ্টা
ক্ষমতায় যতদিন থাকবো, সম্পত্তি বাড়বে না বরং কমবে: ধর্ম উপদেষ্টা
যতদিন ক্ষমতায় থাকবো, সম্পত্তি বাড়বে না বরং কমবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হেসেন। তিনি বলেন, একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নিজের সম্পদের হিসাব জনসম্মুখে উপস্থাপন করেছেন। আমরাও আমাদের সম্পদের হিসাবের ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ নির্মাণ অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘দেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয় করে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। দেশে মসজিদ বাড়লে মুসল্লির সংখ্যাও বৃদ্ধি পাবে। আরো বেশি সংখ্যক মানুষ নামাজ আদায় করতে পারবে এবং অপরাধ প্রবণতা কমবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চুরি-ডাকাতি-রাহাজানি, ছিনতাইয়ের মতন সন্ত্রাসী কার্যক্রম যুগ যুগ ধরে ছিল, এখনও আছে। আইনশৃঙ্খলা বাহিনীও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আমরাও চেষ্টা করেছি সবার সহযোগিতায় কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়।’
সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপদেষ্টার একান্ত সচিব এবং যুগ্মসচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস প্রমুখ।
এর আগে দুপুর দেড়টায় মডেল মসজিদে নিজে ইমামতি করে আগত মুসল্লিদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন তিনি। এরপর মসজিদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
Comments
Post a Comment