নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার
নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার
নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তারনরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এসময় তাদের নিকট হতে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ তথ্য জানান। এর আগে গত সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।
পুলিশ সুপার বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নামাপাড়া এলাকায় শুক্রবার রাতে মাইক্রোবাস, প্রাইভেটকারে ডাকাতি ও সোমবার ভোরে মোটরসাইকেল আটকিয়ে পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ২টি চাপাতি, ২টি মোবাইল সেট, ২টি টর্চ লাইট, একটি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।হয়।
Comments
Post a Comment