সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর হিসাবে প্রায় ৪ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার ৮০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী মির্জা নাহিদা তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জন করেন। এ সময় ৩৫ ব্যাংক অ্যাকাউন্টে তারা প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেন। এমন অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় দুটি মামলা করেছে দুদক।
এছাড়াও প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রায় ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর ৫৮ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদক কাউকেই ছেড়ে দিচ্ছে না। অবৈধভাবে সম্পদ অর্জন যারা করেছেন পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে।
Comments
Post a Comment